• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডুয়েট ছাত্রলীগের পরিচ্ছন্নতা কর্মসূচি

  ডুয়েট প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৩
ডুয়েট
ছাত্রলীগের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রলীগ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ডুয়েট ছাত্রলীগের সভাপতি তাইবুর রহমান এবং সাধারণ সম্পাদক বিনয় ব্যানর্জী। অভিযানের প্রথম ধাপে ডুয়েটের বাউন্ডারি ওয়ালের সামনের সকল প্রকার পোস্টার, ব্যানার, ফেস্টুন তুলে ফেলা হয়।

এ বিষয়ে সভাপতি তাইবুর রহমান বলেন, ‘মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার এই পদক্ষেপ গ্রহণ করি। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিভিন্ন সময়ে ডুয়েটের বাহিরের অবৈধ স্থাপনা এবং ব্যানার ফেস্টুন উচ্ছেদের আবেদন জানালেও তারা এই বিষয়ে অপারগতা প্রকাশ করে। তাই আমরা নিজ উদ্যোগে এবং সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় পরিছন্ন কার্যক্রম চালাচ্ছি।’

আরও পড়ুন : বর্ধন প্রকল্পেই কুবির সৌন্দর্য ম্লান

সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী বলেন, ‘ডুয়েট বরাবরই একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস। তাই মুজিব বর্ষের এই শুভক্ষণে ডুয়েট ছাত্রলীগের পরিবেশ সম্পাদকের নেতৃত্বে এবং সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম ধাপ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এরপর ধাপে ধাপে আরও কর্মসূচি গ্রহণ করা হবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড