• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাককানইবির ৩ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার!

  জাককানইবি প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:২২
সাময়িক বহিষ্কার
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

র‍্যাগিংয়ের দায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃতরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের তোয়াবা নুশরাত মীম ও শায়রা তাসনিম আনিকা এবং চারুকলা বিভাগের মৌমিতা পারভীন। সবাই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিবৃতিতে বলা হয়, র‍্যাগিং বিরোধী কমিটির সভার প্রতিবেদনে সুপারিশের পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা বোর্ড তিনজনকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক এবং অন্যান্য সকল প্রকার কার্যক্রম থেকে বিরত রেখে সাময়িকভাবে বহিষ্কার করেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান জানান, র‌্যাগিংয়ের অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আগামী বৃহস্পতিবার জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। সভায় তাদের স্থায়ী বহিষ্কার করা হবে কি না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফারহানা রহমান লিয়োনা মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেন।

আরও পড়ুন : ইতিহাস সংরক্ষণে পদক্ষেপ নেবে ডাকসু : সাদ

বৃহস্পতিবার রাতেই চার সদস্য বিশিষ্ট একটি অ্যান্টি র‌্যাগিং কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. শেখ সুজন আলীকে আহ্বায়ক, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধানকে সদস্য সচিব এবং অগ্নিবীণা হলের প্রাধ্যক্ষ মাসুদ চৌধুরী ও দোলন চাঁপা হলের প্রাধ্যক্ষ নুসরাত শারমিন তানিয়াকে সদস্য করা হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড