• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফুলে ফুলে সুশোভিত ইবি ক্যাম্পাস

  এম বি রিয়াদ

০৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৭
কেন্দ্রীয় শহীদ মিনার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার (ছবি : দৈনিক অধিকার)

চারিদিকে রঙ বেরঙের বাহারি ফুল। ক্যাম্পাসের মূল ফটক, রাস্তার দুই সারিসহ পুরো ক্যাম্পাস জুড়ে বিচিত্র ফুলের সমারোহ। পুরো ক্যাম্পাস জুড়ে নানা রঙের ফুলের সুবাস। অনেকেই আবার এইসব ফুলের সঙ্গে নিচ্ছেন সেলফি-গ্রুপ ছবি। সবুজ প্রকৃতির সঙ্গে মিশে গেছে ফুলের অপার সৌন্দর্য। এমন দৃশ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)।

সরেজমিনে দেখা যায়, ‘বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় লাইব্রেরি, আবাসিক হল ও অ্যাকাডেমিক ভবনসমূহে রয়েছে ফুলের বাগান। এইসব বাগানগুলোয় শোভা পেয়েছে- গাঁদা, ডালিয়া, জিনিয়া, গোলাপ, রঙ্গন, জারবেরা, জবা, ঝাউ, হাসনাহেনা ফুল। এছাড়া বেলি, নয়নফুল, চন্দ্রমল্লিকা, মোরগঝুঁটি, কসমস, জুঁই, চামেলি, টগর, বেলি, ক্রিসমাস ও পাতাবাহারসহ নানা প্রজাতির ফুল শোভা পেয়েছে ইবি ক্যাম্পাস জুড়ে।’

নানা রঙের ফুলে শোভিত ইবি ক্যাম্পাস (ছবি : দৈনিক অধিকার)

বাগানে বসে শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছে। কেউ আবার টিউটোরিয়াল বা মিডটার্ম পরীক্ষার প্রস্তুতি কিংবা অ্যাসাইনমেন্টের কাজগুলো সেখানে বসেই করে নিচ্ছেন। অনেকের মনেই ফুলের শোভায় জেগেছে সাহিত্য মনোভাব। এসব ফুল ক্যাম্পাসের পরিবেশকে এক অনাবিল মায়াবী রূপ দিয়েছে। পিচঢালা ছোট ছোট রাস্তার দুই পাশের এমন বিচিত্র ফুলের সারি যেন এক নান্দনিক স্বর্গ ভূমি।

ইবির ক্যাম্পাসে নানা রঙের ফুলের বাগান (ছবি : দৈনিক অধিকার)

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল জানান, ‘প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেয়ে ক্যাম্পাসটি সাজিয়ে আরও দৃষ্টিনন্দন করার ভাবনা জাগে। পরে ফুলের বাগান করার পরিকল্পনা করলাম। শিক্ষার্থীরা আগে ক্লাসের ফাঁকে বাইরে ঘুরতে যেত। শিক্ষার্থীদের ক্যাম্পাসে আকৃষ্ট করতে এবং মনোরম পরিবেশে পাঠদান নিশ্চিত করতে ফুলবাগান গড়ে তুলেছি। এখন অনেকেই অবসর সময় ক্যাম্পাসেই কাটায়। বাইরে থেকেও আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য দেখতে অনেকেই ক্যাম্পাসে আসেন।’

ইবি ক্যাম্পাসের রাস্তার দুই পাশে ফুলের বাগান (ছবি : দৈনিক অধিকার)

তিনি আরও বলেন, ‘বর্তমানে ক্যাম্পাসে প্রায় ৪২ রকমের বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে। ভবিষ্যতে বাগানের পরিসর আরও বৃদ্ধি করতে কাজ করা হবে।’

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক ছাত্র ফিরোজুর রহমান জানান, ‘একটু অবসর পেলেই ক্যাম্পাসে পরিবারসহ আমরা প্রায়ই ঘুরতে আসি। প্রকৃতিতে ফোটা ফুলগুলোর জন্য ক্যাম্পাসটা আরও সুন্দর লাগছে।’

আরও পড়ুন : কাটছে না জবির তিন বিভাগের সেশনজট

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সানজুম বলেন, ‘পুরো ক্যাম্পাসটাই ফুলে সাজানো। ক্যাম্পাসে চলার সময় মনে হয় যেন ফুলের রাজ্যে হাঁটছি। চারিদিক ফুলে ফুলে সুশোভিত, পরিষ্কার-পরিচ্ছন্ন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন স্বপ্নের মায়াপুরী।’

লেখক : শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড