• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

উচ্চশিক্ষায় গবেষণার কোনো বিকল্প নাই : ইউজিসি চেয়ারম্যান

  জবি প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:০০
জবি
বক্তব্য রাখছেন অতিথি (ছবি : দৈনিক অধিকার)

উচ্চশিক্ষায় গবেষণার কোনো বিকল্প নাই বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘রসায়নের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন’ এর সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘রসায়ন বিষয়ের এ ধরনের কনফারেন্সের মাধ্যমে আমরা খাদ্যে বিষক্রিয়া, কেমিক্যালের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতন হতে পারি। উচ্চশিক্ষায় গবেষণার কোনো বিকল্প নাই, এ ব্যাপারে আমাদের আরও মনোনিবেশ করতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক কনফারেন্স যত বেশি আয়োজন হবে আমাদেরই তত বেশি লাভ হবে। গবেষণা শেয়ারিং করলে বিভিন্ন সমাধান খুঁজে পাব কিংবা আরেকটা বিকল্প সমাধান পাব।’

জবির রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সৈয়দ আলমের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : গণরুম সমস্যার সমাধানে বাঙ্ক বেড দাবির ডাকসুর

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ভারত, নেপাল, সৌদি আরব, জাপান এবং যুক্তরাজ্যের গবেষকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের শতাধিক গবেষক ও শিক্ষক অংশ নিয়েছেন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড