• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবি সায়েন্স ক্লাবের নতুন কমিটি

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৬
ক্লাব
সায়েন্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক (ছবি : সম্পাদিত)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সায়েন্স ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে রসায়ন বিভাগের শিক্ষার্থী হুমাইরা শেখ এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) এ কমিটি ঘোষণা করেন ক্লাবের উপদেষ্টা নাসিরুদ্দিন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি এফএমবির এস এম নেওয়াজ শরীফ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বীন বিশ্বাস মোনা ও ফরিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক এফএই বিভাগের জান্নাত আরা, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের রাকিব চৌধুরী এবং এসিসিই বিভাগের মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিভিল বিভাগের সৌরভ পাল, সহসাংগঠনিক সম্পাদক এগ্রিকালচার বিভাগের জসিম উদ্দিন ও ইটিই বিভাগের তানিম মিয়া, অর্থ সম্পাদক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এমরোজ আহমেদ।

এ কমিটিতে আরও রয়েছেন- প্রচার সম্পাদক সাইকোলজির আবির, সহপ্রচার সম্পাদক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের রেজওয়ান কিবরিয়া, দপ্তর সম্পাদক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চন্দ্র রায়, উপদপ্তর সম্পাদক এফএই বিভাগের কাজী তানিম শুভ, কম্পিউটার বিষয়ক সম্পাদক রসায়ন বিভাগের আন নাফি ইশতিয়াক তামিম, ইলেক্ট্রনিক্স বিষয়ক সম্পাদক ইইই বিভাগের হাসিবুল হাসান আশিক, কেমিকেল বিষয়ক সম্পাদক এসিসিই বিভাগের তুষার আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক এলভিএম বিভাগের নুরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক বিজিই বিভাগের আকিল খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আশিকুর রহমান আসিফ, ছাত্রী বিষয়ক সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের জেসিকা জান্নাত চাঁদনী।

আরও পড়ুন : বিভাগ অনুমোদনের দাবিতে বশেমুরবিপ্রবিতে অবস্থান কর্মসূচি

এ কমিটিতে কার্যনির্বাহী সদস্যরা হলেন- এসিসিই বিভাগের মামুনর রশীদ, এগ্রিকালচার বিভাগের রোজেলিয়া রোজ, বিএমবি বিভাগের সাদ্দাম, এগ্রিকালচার বিভাগের সালাউদ্দিন জনি, আইআর বিভাগের রথীন্দ্রনাথ বাপ্পী।

উল্লেখ্য, ২০১৯ সালে যাত্রা শুরু করে বশেমুরবিপ্রবি সায়েন্স ক্লাব।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড