• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেকৃবির সড়ক সংস্কারে কচ্ছপের ভর!

  আকাশ বাসফোর, শেকৃবি প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০১
শেকৃবি
সড়ক সংস্কারের ভোগান্তিতে শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সড়ক সংস্কারের কাজ চলছে কচ্ছপ গতিতে। সংস্কারের জন্য যেসব রাস্তা খোঁড়া হয়েছিলো সেগুলোর উপর দীর্ঘদিন ধরে ইটের খোয়া ও বালু ফেলে রাখা হয়েছে। সেই সঙ্গে রয়েছে ধুলাবালির প্রকোপ। যে কারণে পুরো সড়কই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, কৃষি অনুষদের সামনে থেকে শেখ কামাল ভবন পর্যন্ত রাস্তায় প্রচণ্ড ধুলাবালির কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন। সেই সঙ্গে বাড়তি ভোগান্তির সৃষ্টি করছে বহিরাগত যান চলাচল।

এ বিষয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

সূত্রে জানা যায়, ২০১৫ সালে সকল রাস্তা সংস্কারের জন্য ৮৬ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হলেও তখন রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরবর্তীকালে ২০১৯ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের সকল রাস্তা সংস্কারের জন্য ই-টেন্ডার প্রকাশ করা হয়। কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাংশের রাস্তাও সংস্কার করা হয়নি।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রাস্তায় প্রচণ্ড ধুলাবালি। এছাড়া অতিরিক্ত বহিরাগত যানবাহন চলাচলের জন্য রাস্তায় হাঁটাও যাচ্ছে না।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনেক দিন ধরেই সংস্কারের কাজ চলছে। রাস্তার দুই পাশ কাটা থাকার কারণে অনেক সরু হয়ে পড়েছে। ধুলাবালি ও অতিরিক্ত বহিরাগত গাড়ি চলাচলের কারণে রাস্তায় হাঁটাও প্রায় অসম্ভব। তাছাড়া অতিরিক্ত ধুলাবালির কারণে অনেক শিক্ষার্থী শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যায় ভুগছে। দীর্ঘদিন ধরে চলে আসা এ সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদাসীন।’

বহিরাগত যান চলাচলের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের উপপরিচালক মো. জাবের আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বহিরাগত যান চলাচল বন্ধে আমরা চেষ্টা করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের দুই গেটেই সর্বক্ষণ আমাদের গার্ড নিয়োজিত রয়েছে। তবে সাধারণ মানুষের প্রবেশ আটকানো গেলেও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের গাড়ির অনুপ্রবেশ ঠেকানো কষ্টসাধ্য হয়ে পরছে। তবে পরিস্থিতির উন্নয়নের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।’

রাস্তা সংস্কারে ধীর গতির কথা জানতে চাইলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আজিজুল বলেন, ‘সিটি কর্পোরেশন নির্বাচন এবং ভর্তি পরীক্ষার জন্য রাস্তা সংস্কার সাময়িক বন্ধ ছিল। আগামী এক বছরের মধ্যে সকল রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ হবে বলে আমি মনে করি।’

আরও পড়ুন : একুশে পদক পেলেন সিকৃবির সিন্ডিকেট সদস্য ড. শামসুল

শিক্ষার্থীদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘২০১৫ সালে রাস্তা সংস্কারের জন্য বরাদ্দকৃত ৮৬ লক্ষ টাকার পরিবর্তে নতুন পরিকল্পনা অনুযায়ী ২ কোটি ৮৬ লক্ষ টাকা বরাদ্দের জন্য বিশ্ববিদ্যালয়ের কিছু রাস্তার দুই পাশ একই সঙ্গে কাটা হয়েছে। তবে পরবর্তীকালে অন্য সকল রাস্তা সংস্কারের ক্ষেত্রে এই ব্যাঘাত ঘটবে না।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড