• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিগগিরই তিতুমীর কলেজ ছাত্রাবাসে পাঠাগার নির্মাণ : অধ্যক্ষ  

  জিটিসি প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৩
জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
জাতীয় গ্রন্থাগার দিবস পালিত (ছবি : দৈনিক অধিকার)

শিগগিরই তিতুমীর কলেজ ছাত্রাবাসে পাঠাগার নির্মাণ শেষ বলে জানিয়েছেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ মো. আশরাফ হোসেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে এ কথা বলেন তিনি।

অধ্যক্ষ বলেন, ‘আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসের শিক্ষার্থীর দাবি মেনে নিয়ে পাঠাগারের কাজ শুরু করা হয়েছে। এক মাসের মধ্যেই শেষ হবে বলে আশা করা যায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের ২টি ছাত্রীনিবাসেও পর্যায়ক্রমে পাঠাগার তৈরির কাজ শুরু করা হবে। পাঠাগারে সবসময় যেন শিক্ষার্থীদের আনাগোনা থাকে। ছোটবেলা থেকেই বই পড়ার খুব নেশা ছিল। বই এর প্রতি ছিল ভালবাসা। বই ছিল জীবনের একটি সঙ্গী। নতুন প্রজন্ম ডিজিটালাইশনে উদ্বুদ্ধ হয়ে বই পড়ায় নেই তেমন কোন আগ্রহ। তাই আমি বলবো ডিজিটালাইশনের পাশাপাশি বই পড়ার প্রতিও আগ্রহ থাকতে হবে। বইকে ভালবাসতে হবে।’

আরও পড়ুন : বাজারে তেলের জন্য শিশি নিয়ে যেতাম : রাষ্ট্রপতি

র‍্যালিতে কলেজের উপাধ্যক্ষ আবেদা সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক মালেকা আক্তার বানু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড