• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুয়েটের শূন্য আসনে যারা ভর্তি হতে পারবেন

  ক্যাম্পাস ডেস্ক

০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৪
বুয়েট
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে শূন্য আসনে ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।

আগামী ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) আগ্রহীদের ভর্তি নিশ্চিতকরণের জন্য বুয়েটে উপস্থিত হয়ে স্বাক্ষর করতে হবে। তবে কোনো দলিলাদি (শিক্ষাগত যোগ্যতার সনদ) সঙ্গে নিয়ে আসতে হবে না।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বুয়েটের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে যারা ইতঃপূর্বে বিভাগ নির্বাচন অপশন ফরম পূরণ করেছে, কিন্তু ভর্তির জন্য প্রথম উপস্থিতির নির্ধারিত তারিখে অনুপস্থিত ছিল তারা বর্তমানে শূন্য থাকা আসনে ভর্তি হতে পারবেন।

প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তি পরীক্ষায় প্রার্থীর মেধা মান ০১- ১৩০০ পর্যন্ত শিক্ষার্থীরা এর আওতাভুক্ত।

আরও পড়ুন : মাভাবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্রহীদের প্রথম উপস্থিতির তারিখে অনুপস্থিত থাকার যৌক্তিক কারণ উল্লেখপূর্বক সভাপতি, ভর্তি কমিটি বরাবর একটি আবেদনপত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। এ দিন কেউ অনুপস্থিত থাকলে তার ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য হবে। বিস্তারিত বুয়েটের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড