• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাবিপ্রবিতে সহিংসতা বিরোধী সেমিনার অনুষ্ঠিত

  শাবিপ্রবি প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৭
শাবিপ্রবি
সহিংসতা বিরোধী সেমিনার (ছবি : দৈনিক অধিকার)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি ) ‘জঙ্গিবাদ ও সহিংসতা বিরোধী’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সেমিনার হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রধান আলোচক হিসেবে ঢাবির সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘জঙ্গিবাদ ইস্যুতে বাংলাদেশের অবস্থান আফগানিস্তান, যুক্তরাষ্ট্র কিংবা ভারত পাকিস্তানের অনেক পরে হলেও বাইরের বিশ্বে তা অনেক বড় করে দেখানো হচ্ছে, যা আমাদের ইমেজের জন্য হুমকিস্বরূপ।’

বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদনের আলোকে তিনি বলেন, ‘গবেষণায় মাদকাসক্ত হওয়ার প্রাথমিক কয়েকটি কারণ উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হিসেবে বন্ধুবান্ধবের প্রভাব উঠে এসেছে। বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে দেশে ৮১ শতাংশ মানুষ মাদকাসক্ত হচ্ছে। এছাড়া মাদকের প্রতি উৎসাহ থেকে ১৭ শতাংশ তরুণ মাদক গ্রহণ করে থাকে। অন্য দিকে মাদকের সহজ-লভ্যতা কিংবা মনস্তাস্তিক বিষণ্ণতা, বেকারত্ব, হতাশা, ফ্যামিলির প্রতিকূল পরিবেশ, অনুপযোগী কাউন্সিলিং ইত্যাদি বিষয়কে দায়ী করা হয়েছে এ প্রতিবেদনে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু মাদক, নিপীড়ন, সহিংসতা প্রভৃতি সমাজে নিয়মিত ঘটছে। এছাড়া কিছু দিন পর পর জঙ্গিবাদও মাথা চাড়া দিয়ে ওঠে। এগুলোকে বন্ধ করতে হলে আমাদের আগামীর প্রজন্মকে আরও বেশি সচেতন হতে হবে।’

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘শাবিপ্রবি শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মাদক ও জঙ্গিবাদ থেকে দুরে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা নবাগতদের ডোপ টেস্ট করার মাধ্যমে মাদকমুক্ত করতে পদক্ষেপ নিয়েছি।’

সেমিনারে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফ, সহযোগী অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস, শাবিপ্রবির লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন : বিশ্ব ক্যানসার দিবসে রাবিতে সচেতনতামূলক শোভাযাত্রা

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ ও শাবিপ্রবির ছাত্র উপদেশ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড