• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেশিন ম্যানিয়ায় উৎসবমুখর বুটেক্স

  বুটেক্স প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৫
বুটেক্স
মেশিন ম্যানিয়া উপলক্ষে ক্যাম্পাস বর্ণিল সাজ (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) মেশিন ম্যানিয়া- ২০২০ এর আয়োজন করা হয়েছে। গত ২ ও ৩ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী এই ম্যানিয়া অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (টিএমডিএম) বিভাগ এর আয়োজন করে। এই আয়োজনে বুটেক্স ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের প্রথম দিন রবিবার (২ ফেব্রুয়ারি) কালার ফেস্ট, মিম কনটেস্ট ও গেমিং কনটেস্ট অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনের (৩ ফেব্রুয়ারি) আয়োজন শুরু হয় দুপুর ২টায়। অনুষ্ঠানের মূল পর্বে টিএমডিএম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মো. মমিনুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক আবুল কাশেম।

টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের শিক্ষার্থীরা (ছবি : দৈনিক অধিকার)

আরও পড়ুন : ইসমাঈলের হার না মানার গল্প

এছাড়া উপস্থিত ছিলেন— রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. আজমল মোরশেদ, বুটেক্স ছাত্রলীগের সভাপতি নাজমুল আলাম সাকিব, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিংকন ও টিএমডিএম বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বস্ত্র শিল্পের উন্নয়নে মেশিনের প্রয়োজনীয়তা এবং টিএমডিএম বিভাগের উজ্জ্বল ভবিষ্যত নিয়ে আলোচনা করা হয়।

শিক্ষার্থীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেগা কনসার্টের মধ্য দিয়ে দুই দিনব্যাপী চলা এ আয়োজনের সমাপ্তি ঘটে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড