• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বেচ্ছাসেবীদের সঙ্গে ডাকসুর পরিচ্ছন্নতা অভিযান

  ঢাবি প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৯
ডাকসু
পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবীদের সঙ্গে ডাকসু নেতারা (ছবি : দৈনিক অধিকার)

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) পরিচ্ছন্ন এবং নান্দনিক ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে স্বেচ্ছাসেবীদের সঙ্গে অংশ নিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) সাংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার, সদস্য মাহমুদুল হাসান সহ অনেকে অংশগ্রহণ করেন।

মুজিব বর্ষ ও বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাসে পরিণত করতে দীর্ঘদিন ধরে ১০০ শিক্ষার্থী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছেন। তাদের কাজের সঙ্গে একাত্মতা জানিয়ে ডাকসুর এই উদ্যোগ।

চলছে অভিযান (ছবি : দৈনিক অধিকার)

এ সময় বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লাগানো এবং ঝুলানো পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলেন তারা। এছাড়া ক্যাম্পাসে পড়ে থাকা খাদ্যের প্যাকেট, প্লাস্টিক, পলিথিন ইত্যাদি পরিষ্কার করেন।

আরও পড়ুন : ৩ দিনের মধ্যে হল সম্মেলনের তারিখ ঘোষণা

এদিকে স্বেচ্ছাসেবীরা সারা দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে কাজ করে যাচ্ছেন। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তারা। স্বেচ্ছাসেবীদের এমন কাজের প্রশংসা ও স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড