• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রথমবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা শুরু

  ময়মনসিংহ প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৬
পরিক্ষা
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন (ছবি : দৈনিক অধিকার)

সারা দেশের ন্যায় ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৩১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১ লাখ ২৬ হাজার ৬৪ পরীক্ষার্থীর অংশ নেয়। এর মধ্যে ৬৪ হাজার ১৭১ জন ছাত্র ও ৬১ হাজার ৮৯৩ জন ছাত্রী।

এ দিন সকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল, জেলা প্রশাসক মিজানুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

খোন্দকার মোস্তফিজুর রহমান বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই ১ম দিনের পরীক্ষা শুরু হয়েছে। সকল পরীক্ষা ভালোভাবে সম্পূর্ণ করতে ময়মনসিংহে সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। তবে কেউ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিলে তা কঠোর হস্তে দমন করা হবে। প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল জানান, ‘সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ময়মনসিংহ শিক্ষা বোর্ড কাজ করে যাচ্ছে। এসএসসি পরীক্ষায় স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন, কেন্দ্র সচিব ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা থাকলে সুষ্ঠুভাবে নকলমুক্ত প্রতিটি পরীক্ষা সম্পন্ন হবে।’

পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম বলেন, ‘আমরা বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সফল করতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আশা করি সফল হব।’

আরও পড়ুন : চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে করবে না : জাফর ইকবাল

জানা যায়, এই শিক্ষা বোর্ডের অধীনে ময়মনসিংহ জেলায় ৫৬ হাজার ৪৫ জন, জামালপুর ৩১ হাজার ৪১৩জন, শেরপুর ১৬ হাজার ২৩ জন ও নেত্রকোণা জেলায় ২২ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী নিচ্ছে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড