• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাভাবিপ্রবিতে নবীন বরণ অনুষ্ঠিত

  মাভাবিপ্রবি প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:১০
মানফ
নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হচ্ছে (ছবি : দৈনিক অধিকার)

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী পৃথকভাবে নিজ নিজ বিভাগের সেমিনার কক্ষে এ নবীন বরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

উপাচার্য বলেন, ‘বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি নিজেকে সত্যিকারের মানুষ হিসেবেও গড়তে হবে।’

আরও পড়ুন : হাবিপ্রবিতে র‍্যাগিং বিরোধী সভা অনুষ্ঠিত

এছাড়া শিক্ষার্থীদের র‌্যাগিং ও মাদকের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন তিনি এবং র‍্যাগিংয়ের সঙ্গে কোনো শিক্ষার্থী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড