• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজিসিটিইউবিতে রোবটিক্স প্রশিক্ষণ শুরু

  বিজিসিটিইউবি প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১০
জবি
ট্রেনিং কোর্স ইন রোবটিকসের উদ্বোধন করছেন উপাচার্য ড. সরোজ কান্তি সিংহ হাজারী(ছবি : দৈনিক অধিকার)

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের রোবটিকস ক্লাবের উদ্যোগে ইনটেনসিভ সার্টিফিকেট ট্রেনিং কোর্স ইন রোবটিকস শুরু হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এ ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কৌশিক দেব, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এ এন এম ইউসুফ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. নারায়ণ বৈদ্য, রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. নুরুল আবছার, জাপান-বাংলাদেশ রোবটিকস অ্যান্ড অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ সেন্টারের টেকনিক্যাল ডিরেক্টর ও রোবোটেক ভ্যালির সিইও এএসএম আহসানুল এস আকিব, বিজিসিটিইউবি রোবটিক্স ক্লাবের সভাপতি প্রভাষক অভিজিৎ পাঠক প্রমুখ।

আরও পড়ুন : ইসলামী বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সপ্তাহব্যাপী ইনটেনসিভ সার্টিফিকেট ট্রেনিং কোর্স ইন রোবটিকস কোর্সটি আগামী রবিবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে। এ কোর্সের সার্বিক সহযোগিতায় রয়েছে জাপান-বাংলাদেশ রোবটিকস অ্যান্ড অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ সেন্টার (জেবিআরএটিআরসি)।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড