• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাকৃবিতে ‘একোয়াকালচার বিজ্ঞান’ বইয়ের মোড়ক উন্মোচন

  বাকৃবি প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৯
বাকৃবি
একোয়াকালচার বিজ্ঞান বইয়ের মোড়ক উন্মোচন (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘একোয়াকালচার বিজ্ঞান’ (মাছ চাষ) বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। বইটির রচনা করেছেন অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী।

বইটির আরও দুই লেখক হলেন- ড. মাহফুজুল হকের পিএইচডি গবেষক মো. মেহেদী আলম এবং নিয়াজ আল হাসান।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহসান বিন হাবিবের সভাপতিত্বে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ বখতিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

অধ্যাপক ড. গওহর রিজভী বলেন, ‘যখনই মাছের কথা হয় বঙ্গবন্ধুর কথা মনে পড়ে। তিনি মাছ অত্যন্ত পছন্দ করতেন। বাংলাদেশ মাছ চাষে বিশ্ব তৃতীয়। বাংলাদেশে এখনো মাছের উৎপাদন বাড়ানোর অনেক সুযোগ আছে। একুয়াকালচার বিজ্ঞান বইটির মাধ্যমে দেশের মৎস্যখাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছি।’

আরও পড়ুন : শাবিপ্রবি ট্যুরিস্ট ক্লাবের রজতজয়ন্তী অনুষ্ঠিত

একুয়াকালচার বিজ্ঞান বইয়ের লেখক অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক বলেন, ‘আধুনিক মাছ চাষের বিভিন্ন বিষয়ে মোট ১৩টি অধ্যায় নিয়ে বইটি রচনা করা হয়েছে। বইটি মাৎস্যবিজ্ঞানে পড়া শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, উন্নয়নকর্মী ও মাছ চাষিদের বিভিন্নভাবে মাঠ পর্যায়ে কাজে লাগবে। এছাড়াও বইটিতে মাৎস্যবিজ্ঞানে পড়া শিক্ষার্থীরা তাদের বিষয়ভিত্তিক পড়াশোনার জন্য প্রয়োজনীয় উপাদান পাবেন, গবেষকগণ নতুন নতুন গবেষণার ক্ষেত্র সম্পর্কে ধারণা পাবেন এবং চাষিরা মৎস্য চাষ সংক্রান্ত নতুন তথ্য ও বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পাবেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড