• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বোর্ড নির্দেশের তোয়াক্কাই নেই

বৃত্তি প্রাপ্তদের থেকেও বেতন নিচ্ছে সিটি কলেজ!

  মো. রাকিবুল হাসান তামিম

৩০ জানুয়ারি ২০২০, ২২:৪২
সিটি কলেজ
ঢাকা সিটি কলেজ ভবন (ছবি : সংগৃহীত)

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়ম-নীতি এবং নির্দেশনা উপেক্ষা করেই রাজধানীর ঢাকা সিটি কলেজে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট থেকে বেতন আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির একাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষকে বৃত্তির কথা জানিয়ে মাসিক বেতন মওকুফের কথা বললেও তারা সেটি আমলে নেননি।

যদিও গত বছরের ৪ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলের ভিত্তিতে বোর্ডের মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান প্রসঙ্গে সরকারি নিয়োগ নীতিমালা প্রকাশ করা হয়।

প্রকাশিত নীতিমালার তিন নম্বর শর্তাবলিতে উল্লেখ করা হয়- ‘বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে। সরকার অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না। তাদের নিকট মাসিক বেতন দাবি করলে ঐ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টাকা আদায়ের রশিদ (ছবি : দৈনিক অধিকার)

এছাড়াও ঐ নীতিমালায় বৃত্তি প্রদানের সময় এসব নিয়ম-নীতিমালা অবশ্যই মেনে চলতে হবে মর্মে উল্লেখ করা হয়। তবে বোর্ডের এমন নির্দেশনা মানতে নারাজ ঢাকা সিটি কলেজ প্রশাসন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট থেকে বেতন আদায় প্রসঙ্গে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, ‘সিটি কলেজ কোনো সরকারি অনুদান গ্রহণ করে না যার ফলে শিক্ষকদের বেতনসহ আনুষঙ্গিক খরচ মেটাতে শিক্ষার্থীদের কাছে থেকে বেতন নিতে হয়। তবে আমরা অভ্যন্তরীণ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীদের বৃত্তি প্রদান করে থাকি।’

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘যদি কোনো কলেজ প্রশাসন এই নির্দেশনার বাইরে গিয়ে কাজ করে থাকে তবে কোনো শিক্ষার্থী বা অভিভাবক বোর্ড চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন : কোনো ধর্মে নারীদের কর্মে নিষেধ নেই : নওফেল

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট থেকে বেতন আদায়ের বৈধতা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘বিষয়টি তদন্ত সাপেক্ষ। যদি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায় তবে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড