• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইইউবিএটিতে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলা শীর্ষক সেমিনার

  আইইউবিএটি প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২০, ২২:২৭
সেমিনার
‘চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় আগামীর চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার ( ছবি : দৈনিক অধিকার)

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ‘চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় আগামীর চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ সেমিনার হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক, আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. রুবানা হক বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তে ডিজিটাল শিল্প বিপ্লব উপযোগী শিক্ষা ব্যবস্থার পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্ব তরুণ-তরুণীদের দিতে হবে।’

ড. আব্দুর রব বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের কারণে আগামী দিনের শ্রম বাজার দখল করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবটরা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানব সম্পদ তৈরির ওপর গুরুত্ব ও প্রাধান্য দিয়েই আমাদের পাঠ্যক্রম পরিবর্তন করা হচ্ছে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার শর্তই হল প্রযুক্তিগত জ্ঞান।’

আরও পড়ুন : নোবিপ্রবি নীল দলের সভাপতি ফিরোজ, সম্পাদক বিপ্লব

সেমিনারে আরও বক্তব্য রাখেন- বিএসএইচআরএম সভাপতি মো. মাশেকুর রহমান খান, বৈদেশিক কর্মসংস্থান কাউন্সিলয়ের সভাপতি এম নাইম হোসেন, বিএসএইচআরএম সহসভাপতি কাজী রাকিব উদ্দিন আহমেদ, আইইউবিএটির অ্যালামনাই অফিসের পরিচালক একেএম শরফুদ্দীন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণা দাস প্রমুখ।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড