• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাবিপ্রবিতে নবীনবরণ ২ ফেব্রুয়ারি 

  শাবিপ্রবি প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২০, ২০:৩৫
শাবিপ্রবি
শাবিপ্রবি মূল ফটক ( ছবি : সংগৃহীত )

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শিক্ষার্থীদের নবীনবরণ আগামী রবিবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকালে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ ‘এ’ ও ‘বি’ ইউনিটে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘বি’ ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।’

তিনি আরও জানান, ‘দুপুর ২টা ৩০মিনিটে ‘এ’ ইউনিটের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।’

আরও পড়ুন : অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইআইইউসিসি

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষক, ও দপ্তরসমূহের প্রধান প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড