• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাবিপ্রবিতে জনসংযোগ পরিচালককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

  হাবিপ্রবি প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২০, ১৫:৫০
হাবিপ্রবি
জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ( ছবি : দৈনিক অধিকার)

জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদ পরিবার।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে কৃষি অনুষদের শিক্ষার্থী জাহিদুল ইসলাম শিহাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষদের ডীন ভবেন্দ্র কুমার বিশ্বাস, অধ্যাপক তারিকুল ইসলাম, শিক্ষার্থী সাজিদুল ইসলাম সৈকত, ফরহাদ উদ্দিন, রিয়াদ খান, রাশেদুন্নবী, সৌরভ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাংবাদিকদের কাছে বক্তব্য দেওয়ায় প্রগতিশীল শিক্ষক ফোরামের কয়েকজন সদস্য বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদারের কক্ষে গিয়ে তাকে লাঞ্ছিত করেছেন। বিএনপি সরকারের সময়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের কয়েকজন শিক্ষক বিএনপি সমর্থিত সাদা দলের হয়ে কাজ করতেন। তারাই বর্তমানে আওয়ামীপন্থি প্রগতিশীল শিক্ষক ফোরাম নেতৃত্ব দিচ্ছেন।’

আরও পড়ুন : বেরোবিতে বঙ্গবন্ধু কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম শুক্রবার (২৪ জানুয়ারি) ২ শিক্ষকের বেতন আটকে দেওয়ার অভিযোগে মানববন্ধন করে। তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও বর্তমান জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার সাংবাদিকদের কাছে প্রগতিশীল শিক্ষক ফোরামের মানববন্ধনের বিষয়ে বক্তব্য প্রদান করেন। এ বক্তব্যের জেরে সোমবার (২৭ জানুয়ারি) অ্যাকাডেমিক ভবনে প্রগতিশীল শিক্ষক ফোরামের কয়েকজন শিক্ষক অধ্যাপক ড. শ্রীপতি সিকদারের কক্ষে গিয়ে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড