• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মুর্শেদ-সায়েম

  শাবিপ্রবি প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২০, ০৮:৪১
শাবিপ্রবি
অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক (ছবি : সংগৃহীত)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তাদের সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি পদে অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ ও সাধারণ সম্পাদক পদে অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার নির্বাচিত হয়েছেন। এর আগেও তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ এফ এম সালাউদ্দিন।

নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন- সহসভাপতি পদে নির্বাহী পরিবহন প্রকৌশলী এমরান আহমদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক পদে হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, কোষাধ্যক্ষ পদে সহকারী রেজিস্ট্রার মো. নাজমুল হক বিজয়ী হয়েছেন।

এছাড়া ৬টি কার্যনির্বাহী সদস্য পদে (যথাক্রমে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত) উপরেজিস্ট্রার আ ফ ম মিফতাহুল হক, উপরেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান নির্বাচিত হয়েছেন।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাব’ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৫৩ জন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তানজীম শামস্ ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র টেকনিক্যাল অফিসার আবু সিনা হাসান মুসান্না জামী।

আরও পড়ুন : ডোপ টেস্টের মাধ্যমে শাবিপ্রবিতে মাদক অভিযান

জানা যায়, নির্বাচনে ১১টি পদের বিপরীতে দুইটি প্যানেল থেকে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপি-জামায়াতপন্থি কর্মকর্তাদের মধ্য থেকে ‘মুর্শেদ-সায়েম প্যানেল’ থেকে ৯ জন ও আওয়ামী লীগপন্থি ‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ’ থেকে ‘জয়নাল-উজ্জল প্যানেল’ থেকে ২ জন বিজয়ী হয়েছেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড