• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডোপ টেস্টের মাধ্যমে শাবিপ্রবিতে মাদক অভিযান 

  শাবিপ্রবি প্রতিনিধি

২৮ জানুয়ারি ২০২০, ২২:৪২
শাবিপ্রবি
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি( ছবি : দৈনিক অধিকার)

মুজিববর্ষকে সামনে রেখে শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ডোপ টেস্ট করার মধ্য দিয়ে মাদক নির্মূল অভিযান শুরু হবে বলে জানিয়েছেন শাবিপ্রবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে এ কথা জানান তিনি।

সভাপতি মো. রুহুল আমিন বলেন, ‘গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলন, সংগ্রামে ছাত্রলীগের নাম জড়িত রয়েছে। ছাত্রলীগ ছাত্রদের দাবি আদায়ে সবসময় কাজ করেছে। ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, মাদকের স্থান নেই।’

তিনি আরও বলেন, ‘মুজিববর্ষকে সামনে রেখে শাবিপ্রবি ছাত্রলীগ মাদক নির্মূল অভিযান শুরু করবে। এ অভিযান শুরু হবে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ডোপ টেস্ট করার মধ্য দিয়ে। এছাড়া পরবর্তীতে সকলকে এ টেস্টের আওতায় নিয়ে আসা হবে।’

এর আগে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ড থেকে একটি আনন্দ র‌্যালি বের করে তারা। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে শাখা ছাত্রলীগের সহসভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাশ ঝুটন, সিনিয়র ছাত্রলীগ নেতা মুশফিকুর রহিম ভূঁইয়াসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ‘ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে অগ্রণী ভূমিকা রাখবে এবং শেখ হাসিনার অগ্রদূত হয়ে সমাজের কল্যাণে কাজ করে যাবে।’

আরও পড়ুন : ডুয়েট ক্যাম্পাসে গায়ে হলুদ

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি, সমাবেশ, শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয় শাবিপ্রবি শাখা ছাত্রলীগ।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড