• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাককানইবিতে ইউএন উইমেন প্রতিনিধি দল

  জাককানইবি প্রতিনিধি

২৮ জানুয়ারি ২০২০, ২১:৩৬
জাককানইবি
উইম্যান পিস ক্যাফে পরিদর্শন করেছে ইউএন উইমেনের প্রতিনিধি দল ( ছবি : দৈনিক অধিকার)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) উইম্যান পিস ক্যাফে পরিদর্শন করেছে ইউএন উইমেনের প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উইম্যান পিস ক্যাফের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তারা।

এ সময় ইউএন উইমেন বাংলাদেশের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অ্যানালিস্ট আসমা আফরিন হক, ইউএন উইমেনের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং স্পেশালিস্ট গেইল ডেমোলিস, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রিসার্চ কোঅরডিনেটর মুহাম্মদ বদিউজ্জামান, প্রজেক্ট ম্যানেজার জিয়া উদ্দিন, ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান সাকার মুস্তাফা, উইমেন পিস ক্যাফের চিফ মেন্টর সহকারী অধ্যাপক অলি উল্লাহ, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক জান্নাতুল নাঈম এবং সিপিজের কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট মো. ওয়াহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুন : বাকৃবিতে ছাত্র নিপীড়নের ঘটনায় তদন্ত কমিটি

উল্লেখ্য, উইমেন পিস ক্যাফে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নারী ক্ষমতায়ন, নারীদের উদ্ভাবনী চিন্তার প্রয়োগ-বাস্তবায়ন এবং নারী উদ্যোক্তা তৈরিতে একটি সৃষ্টিশীল প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। ইউএন উইমেনের অ্যামপাওয়ার্ড উইম্যান পিসফুল কমিউনিটিজ প্রকল্পের আওতায় সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দেশে প্রথমবারের মতো জাককানইবি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পিস ক্যাফে প্রতিষ্ঠিত হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড