• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জবি শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ, সম্পাদক শামীমা  

  জবি প্রতিনিধি

২৮ জানুয়ারি ২০২০, ১৯:৩৬
জবি শিক্ষক সমিতি
সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ ও সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম (ছবি : সম্পাদিত)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক পদে অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীমা বেগম নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোট গণনা শেষে বিকাল ৫টায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা ৩০ মিনিট হতে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খন্দকার।

এ নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক নুরে আলম আবদুল্লাহ ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর পেয়েছেন ১৯৩ ভোট এবং অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস পেয়েছেন ১০ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. শামীমা বেগম পেয়েছেন ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. এ কে এম লুৎফুর রহমান পেয়েছেন ২৩৩ ভোট।

কোষাধ্যক্ষ পদে অধ্যাপক জহির উদ্দিন আরিফ ২৮৮ ভোট পেয়ে নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বী ড. সিদ্দুকুর রহমান ২৩২ ভোট পেয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মমিন উদ্দিন ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল কাদের ২১২ ভোট পেয়েছেন।

আরও পড়ুন : বিষয়কোড অন্তর্ভুক্তির দাবিতে আমরণ অনশনের হুঁশিয়ারি

কার্যনির্বাহী সদস্য পদে ড. জি এম আলামিন (৩৬৩), অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন (৩৪৭), নোমান মাহফুজ (৩৩৮), মো. ইলিয়াস (৩১৬), ড. রেজাউল হোসেন (৩০৪), মো. ইমরান হোসেন (২৯৭), শহানা আক্তার (২৮৮), অধ্যাপক ড. আবুল হোসেন (২৮৬), ড. প্রতিভা রানী কর্মকার (২৮৬), লুৎফুন্নাহার (২৮৫) নির্বাচিত হয়েছেন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড