• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থায়ী ক্যাম্পাসেও ভোগান্তির শেষ নেই

  রাবিপ্রবি প্রতিনিধি

২৮ জানুয়ারি ২০২০, ১২:১৯
রাবিপ্রবি
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : দৈনিক অধিকার)

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের পর স্থায়ী ক্যাম্পাসে (জগরাবিল) শ্রেণি কার্যক্রম শুরু করে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) প্রশাসন।

স্বপ্নের ক্যাম্পাসে ক্লাস করতে পারলেও নানান ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষের নির্মাণ কাজ পুরো শেষ না হওয়ায় ধুলোবালির মধ্যেই ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। যার ফলে বাড়ছে অসুস্থতা।

এছাড়া রাঙ্গামাটি শহর থেকে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের মাত্র ১টি বাস রয়েছে। যার ফলে ক্যাম্পাসে আসতে ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষার্থীরা। বাইরে থেকে বাসা ভাড়া করা হলেও নির্ধারিত কোনো রুটিন মানা হয় না। এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, উপাচার্যের নির্দেশ অনুযায়ী একটি মিটিং হয়েছে এবং যাতায়াতের জন্য রুটিন প্রস্তুত করা হয়েছে। এছাড়া শ্রেণিকক্ষে ধুলোবালির বিষয়টি নিয়ে পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, আন্দোলন ছাড়া সহজেই তারা কিছুই পাননি। আবারও যদি আন্দোলনে যেতে হয় শিক্ষার্থীরা পিছু হটবে না।

আরও পড়ুন : হাবিপ্রবিতে ছাত্রলীগের আন্দোলন স্থগিত

বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক মিঠুন দত্ত দৈনিক অধিকারকে বলেন, ‘শুধু শিক্ষার্থীরাই নয় শিক্ষক-শিক্ষিকার পক্ষেও এই ধুলোবালিযুক্ত পরিবেশে ক্লাস নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে এবং প্রশাসন যেন বিষয়টি নজরদারিতে রাখে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড