• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোবিপ্রবিতে ‘ওয়ার্কপ্লেস স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালা

  নোবিপ্রবি প্রতিনিধি

২৭ জানুয়ারি ২০২০, ২১:৩৯
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কর্মশালা ( ছবি : দৈনিক অধিকার)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘ওয়ার্কপ্লেস স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক ২ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আইকিউএসি কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

‘আইকিউএসি’ এর পরিচালক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি কোষাধ্যক্ষ ড. মো. ফারুক উদ্দিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মুহাম্মদ ইউসুফ মিঞা, শিক্ষাবিজ্ঞান অনুষদের ডিন ড. নেওয়াজ মো. বাহাদুর প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘নিউজিল্যান্ড থেকে আগত প্রশিক্ষকসহ অন্যান্য প্রশিক্ষকদের কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্তির মাধ্যমে এ পরিবারের অ্যাকাডেমিক ও নন-অ্যাকাডেমিক স্টাফদের স্কিল আরও বৃদ্ধি পাবে।’ এ ধরনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কর্ম-পরিবেশ আন্তর্জাতিক মানের হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

২ ভাগে বিভক্ত প্রশিক্ষণ কর্মশালার সকালের সেশনে বিশ্ববিদ্যালয়ের ৩০ বিভাগের ৯০ জন শিক্ষক অংশ নেয় এবং বিকালের সেশনে বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরের কর্মকর্তাগণ প্রশিক্ষণ নেয়।

কর্মশালায় প্রশিক্ষণ দেন ‘ওয়ার্কপ্লেস স্কিল ডেভেলপমেন্ট অ্যাকাডেমি (ডব্লিউএসডিএ)’ নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ডিন আহমেদ বারি, প্রতিষ্ঠানটির লাইফ স্কিল ট্রেইনার জান্নাতুল ঈশিতা প্রমুখ।

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জনের স্থান; র‌্যাগিং ও টাকা নষ্ট করার স্থান নয় : রাষ্ট্রপতি

বক্তারা বিশ্ববিদ্যালয়ের কার্যপরিধি নিশ্চিতকরণের লক্ষ্যে স্কিল ডেভেলপমেন্ট, হেলথ অ্যান্ড ওয়েলবিল্ড ডেভেলপমেন্ট, যোগাযোগ সক্ষমতা বৃদ্ধি, প্রবলেম সলভিং স্কিল ডেভেলপমেন্ট, ইথিকস মেইনটেইন, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ও সোশ্যাল এন্টারপ্রেনারশিপ বিষয়ে বিশদ আলোচনা করেন।

আগামীকাল মঙ্গলবার সমাপ্তির দিন প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড