• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পবিপ্রবির ভেটেরিনারি অনুষদকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবনা

  পবিপ্রবি প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২০, ১৬:২৮
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( ছবি : সংগৃহীত)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার প্রস্তাবনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বরিশাল বিমানবন্দরে এক অনুষ্ঠানে পবিপ্রবির অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এ প্রস্তাবনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- পবিপ্রবির সিএসই অনুষদের ডিন ও বরিশাল বিভাগীয় উন্নয়ন ফোরামের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. এস. এম. তাওহীদুল ইসলাম, ড. কাওসার নিয়াজ বিন সুফিয়ান, ড. তোফাজ্জল হোসেন, মো. ইয়াসিন আরাফাত, উপরেজিস্ট্রার কৃষিবিদ হাচিব মো. তুষার, প্রমুখ।

এতে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ, এমপি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত পবিপ্রবির অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদকে ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এ উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরেন।

আরও পড়ুন : তিতুমীর কলেজে ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উল্লেখ্য, পবিপ্রবির এ অনুষদটি মূল ক্যাম্পাস থেকে ৫৬ কিলোমিটার দূরে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত। এতে এ অনুষদের শিক্ষার্থীরা নিজেদের অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অনেকদিন যাবত দাবি করে আসছে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড