• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিবির সন্দেহে বেরোবির ছাত্রলীগ নেতা আটক

  বেরোবি প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২০, ১৩:১৬
ছাত্রলীগ নেতা
আটক বেরোবি ছাত্রলীগ নেতা (ছবি : দৈনিক অধিকার)

শিবির সন্দেহে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে রংপুর মহানগর পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে নগরীর দেওডোবা ডাঙ্গিরপাড় থেকে তাকে আটক করা হয়। তার নাম মেহেদি হাসান।

এ বিষয়ে মেট্রোপলিটন কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, ‘দেওডোবা ডাঙ্গিরপাড় এলাকার মাসুদুর রহমানের বাসায় কয়েকজন যুবক গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা ওই বাসায় অভিযান চালিয়ে মেহেদি হাসানসহ (২৩) শিবির সন্দেহে আরও চার যুবককে আটক করে।’

আটক অন্যরা হলেন- কুড়িগ্রাম রাজারহাটের সাজ্জাদুর রহমান (২০), লালমনিরহাট সদরের নোমান সরকার (২৩), রংপুর পীরগাছার হাদিসুর রহমান (২০) ও বগুড়া সদরের রাফি ইবনে জামান (২৭)। তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইলসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বই, ব্যানার, চাঁদা আদায় রশিদ বই, পোস্টার ও লিফলেট উদ্ধার হয়েছে বলেও জানান তিনি ।

জানা যায়, আটক পাঁচজনের মধ্যে মেহেদি হাসান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মেহেদী হাসান সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার খালিয়াপাড়া গ্রামের (মৃত) শাহজাহান মিয়ার ছেলে।

আরও পড়ুন : ঢাবির উর্দু বিভাগে আন্তর্জাতিক সম্মেলন

এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেন, ‘মেহেদি ছাত্রলীগ করত। সে নিয়মিত ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ করে। তবে মেহেদি কনভার্ট হলো কি না সেটা আমরা জানি না। তাকে জাস্টিফাই করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তা খতিয়ে দেখতে বলেছি।’

ওডি/এসজেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড