• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেল নোবিপ্রবির ৭৯ শিক্ষার্থী 

  নোবিপ্রবি প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২০, ১৯:৫১
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( ছবি : সংগৃহীত)

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৭৯ শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- অণুজীববিজ্ঞান বিভাগের সুলতানা রাজিয়া, মো. আতাউল ইসলাম, আসমা আক্তার, বন্নি তালুকদার, মরিয়ম আক্তার মুক্তা, আফরোজা আক্তার, গালিব আহমেদ, ফাহিম আহমেদ খান, মো. হাজবিউর রহমান, মো. আসফাকুর রহমান সিদ্দিকি, ফারজানা আবদারি।

এছাড়া বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আনিসুর রহমান, মো. ইয়াসিন মিয়া, মুহাম্মদ তাওহীদ, মো. মাইন উদ্দিন, ফারজানা আক্তার, শাহেদা তামান্না, জাবুন্নেসা খানম, সায়মন আক্তার, সাবরিনা বিনতে শোয়েব, আনুজা সাহা, শামিমা নাসরিন সুরভী, ইয়াসমিন আক্তার, তাহমিদা নূর তাসফিয়া, ইতু রাণী পাল, সালমা আক্তার আশা, মারজানা আক্তার, সুলতানা সাবরিনা রহমান।

ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের স্মর্ণিমা ঘোষ জুই, সাবরিনা মমতাজ, লিংকন চন্দ্র শীল, তাহমিনা আক্তার, মোহাম্মদ আসাদুল হাবিব, মো. হাবিবুর রহমান, নাহিয়ান রহমান, ফারিয়া শারমিন, সোনাক সাহা, ময়ূরাক্ষী চৌধুরী।

ফার্মেসি বিভাগের দীপ্তি রাণী ভৌমিক, মো. মাহমুদুর রহমান, আফসানা আক্তার, নুসরাত জাহান, নাহিদা আফরোজ, মোবাশ্বেরা বেগম, নাহিদা আরজু, আরিফুর রহমান, মো. সাদ্দাম হোসেন, সাজেদুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মনজিয়া ইসলাম।

অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মির্জা নুসরাত সুইটি, উম্মে সাইফুন ফ্লোরা, জাহিদ হাসান, কানিজ ফাতেমা, ফারহানা আক্তার, উম্মে হাবিবা, চম্মা রানী সরকার, কানরুন্নাহার নিপা, নুসরাত জাহান, সুস্মিতা মল্লিক, মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া, প্রিয়াম বড়ুয়া।

এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ওমর ফারুক, শিহাব আহমেদ শাহরিয়ার, সজীব আহমেদ, মাহিলা মমতাজ, মার্জিয়া মুফতি মিশু, নুসরাত জাহান বিপা, আফরা তারান্নুম, শারমিন ফারুক। ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের মো. রাশেদুল হক, নুসরাত জাহান প্রিয়া, মো. মওদুদ আহমেদ, মো. মহসিন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শারমিন আক্তার মিলু, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের জেসমিন আক্তার, অ্যাপ্লাইড ম্যাথ বিভাগের মো. আহসান হাবিব ও ফাইজা ইয়াসমিন এবং অ্যাকুয়াটিক রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের তাসমিয়া তাবাসসুম তিয়ানা।

আরও পড়ুন : সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

উল্লেখ্য, ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা প্রত্যেকে গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ৫৪০০০ টাকা পাবেন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড