• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বন্ধ বেতন চালুর দাবিতে শিক্ষকদের মানববন্ধন

  হাবিপ্রবি প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২০, ১৬:২৮
মানববন্ধন
প্রগতিশীল শিক্ষক ফোরামের মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

দুই শিক্ষকের বন্ধ বেতন চালু করার দাবিতে মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রগতিশীল শিক্ষক ফোরাম।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মামুনুর রশিদের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস. এম হারুণ-উর-রশিদ, অধ্যাপক আনিস খান, সহসভাপতি সাইফুর রহমান প্রমুখ।

মানববন্ধনে অধ্যাপক ড. বলরাম রায় বলেন, ‘মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক অধ্যাপক ড. ফেরদৌস মাহবুব এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুর রশিদ পলাশের বেতন আটকে দেওয়া হয়েছে।’ আগামী ১ সপ্তাহের মধ্যে তাদের বন্ধ বেতন চালু করার দাবি জানান তিনি।

বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পর গঠিত সকল তদন্ত কমিটিকে ‘একপেশে’ উল্লেখ করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবিও জানান বিশ্ববিদ্যালয়ের সাবেক এ রেজিস্ট্রার।

আরও পড়ুন : ‘তুমি’ সম্বোধনের জেরে নোবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার প্রধান অধ্যাপক ড. শ্রীপতি শিকদার বলেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৪৩তম সভায় অধ্যাপক ড. ফেরদৌস মেহেবুবের পিএইচডি ডিগ্রি অর্জনের তারিখের পূর্বে গৃহীত ইনক্রিমেন্ট কর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড