• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রশাসনের তদন্ত কমিটি

হাসপাতালে ইবি ছাত্রলীগের সম্পাদক গ্রেফতার

  ইবি প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২০, ১০:৫৩
ইসলামী বিশ্ববিদ্যালয়
ছাত্রলীগের সংঘর্ষ, ইনসেটে সাধারণ সম্পাদক (ছবি : সম্পাদিত)

হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া সদর হাসপাতালে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন পুলিশ সুপার তানভীর আরাফাত।

এ দিকে সংঘর্ষের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধ্যাপক ড. সেলিনা নাসরিনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি করেছে প্রশাসন।

কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. তপন কুমার জোয়াদ্দার ও সহযোগী অধ্যাপক ড. মোস্তফা জামাল হ্যাপি। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ ১১ জনের বিরুদ্ধে ইবি থানায় একটি মামলা হয়েছে। ছাত্রলীগকর্মী ও আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হানিফ হোসাইন বাদী হয়ে মামলাটি করেন। এতে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার ব্যাপারে সভাপতি রবিউল ইসলাম বলেন, ‘সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে নেতাকর্মীরা ক্যাম্পাসে গেলে পদ বঞ্চিতরা আমাদের ওপর হামলা করে।’

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা মাঠে ছিলাম। ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামকে ইতোমধ্যে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।’

আরও পড়ুন : ইবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘অধ্যাপক ড. সেলিনা নাসরিনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কেন, কী জন্য এবং কীভাবে এ ঘটনা ঘটল, তদন্তপূর্বক আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড