• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রিমিয়ার ইউনিভার্সিটির ১৯ বছর পূর্তি উদযাপন

  পিইউসি প্রতিনিধি

২১ জানুয়ারি ২০২০, ২১:১৩
বেলুন
বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য ড. অনুপম সেন (ছবি : দৈনিক অধিকার)

প্রিমিয়ার ইউনিভার্সিটির ১৯ বছর পূর্তি ও ২০ বছরে পদার্পণ উপলক্ষে ‘ইউনিভার্সিটি ডে’ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসটি উদযাপন করা হয়। এ সময় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য ড. অনুপম সেন। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি সদস্য হাসিনা মহিউদ্দিন ও বোরহানুল হাসান চৌধুরী সালেহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. অনুপম সেন বলেন, ‘প্রিমিয়ার ইউনিভার্সিটি এখন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। আমার বিশ্বাস দেশকে শিক্ষায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’

আরও পড়ুন : আইআইইউসিতে ২ দিনব্যাপী টেক ফেস্টের উদ্বোধন

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ একে এম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহিত উল আলম, ব্যবসা-প্রশাসন বিভাগের অধ্যাপক অমল ভূষণ নাগ, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, প্রক্টর আহমদ রাজীব চৌধুরী, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান স্থপতি সোহেল এম. শাকুর, গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী প্রমুখ।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড