• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্থাপত্যশৈলীর অনন্য উদাহরণ

উদ্বোধনের অপেক্ষায় চুয়েটের শামসেন নাহার খান হল

  চুয়েট প্রতিনিধি

২০ জানুয়ারি ২০২০, ১৫:০১
চুয়েট
শামসেন নাহার খান হল (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রীদের ‘শামসেন নাহার খান হল’-এর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। অপেক্ষা এখন উদ্বোধনের।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিল্প পরিবার এ. কে. খান ফাউন্ডেশনের অর্থায়নে এবং চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের সহযোগিতায় এই হল নির্মাণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৩টায় হলটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, এমপি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে প্রায় ১ লক্ষ বর্গফুট আয়তনের ৬ তলা বিশিষ্ট (বেসমেন্টসহ) চারদিকে সবুজ ঘাসে ঘেরা হলটি যেন স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন। সর্বাধুনিক প্রযুক্তি ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর প্রয়োগে নির্মিত হলটিতে প্রায় ৫০০ ছাত্রীর আবাসনের সুবিধা রয়েছে।

অত্যাধুনিক ও পরিবেশ বান্ধব প্রযুক্তিতে নির্মিত এই আবাসিক ছাত্রী হলটির নকশা করেছেন চুয়েটের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক স্থপতি সজীব পাল এবং স্থাপত্য বিভাগের প্রভাষক স্থপতি বিপ্লব কান্তি বিশ্বাস।

হলের বেসমেন্টে থাকছে ছাত্রীদের রান্নাঘর, ডাইনিং রুম, ক্যান্টিন, বাথরুম, কমন রুম ও টিভি রুম। গ্রাউন্ড ফ্লোরে ওয়েটিং রুম, প্রাধ্যক্ষ অফিস, এ. কে. খান গ্যালারি ও আবাসিক কক্ষ।

দ্বিতীয় তলায় লাইব্রেরি, দুটি অফিস কক্ষ ও আবাসিক কক্ষ রয়েছে। তৃতীয় তলায় দুটি নামাজের কক্ষ ও আবাসিক কক্ষ এবং চতুর্থ ও পঞ্চম তলায় আবাসিক কক্ষ রয়েছে। এছাড়া রুফটপে দুটি সিঁড়ি রুম, হলের বাইরে দুটি খেলাধুলার ইনার কোর্ট এবং একটি নিরাপত্তা কক্ষ স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন : আইআইইউসিতে আগামীকাল টেক ফেস্ট শুরু

হল সম্পর্কে চুয়েট উপাচার্য বলেন, ‘শিক্ষা বান্ধব বর্তমান সরকারের গতিশীল ও বিচক্ষণ নেতৃত্বের ফলে দেশে নারীদের উচ্চশিক্ষা ও গবেষণায় ব্যাপক আগ্রহের সঞ্চার হয়েছে। সরকারের নির্দেশনা অনুসরণে চুয়েট কর্তৃপক্ষ নারীদের উচ্চশিক্ষা-গবেষণায় সুযোগ-সুবিধা বাড়াতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি ফান্ডের আওতায় চুয়েটেও আমরা বিভিন্ন অবকাঠামো নির্মাণসহ নানা সুযোগ-সুবিধা গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘চুয়েটের আহ্বানে সাড়া দিয়ে এ ধরনের মহতী উদ্যোগের জন্য এ.কে.খান ফাউন্ডেশনের সম্মানিত সকল ট্রাস্টিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি চুয়েট পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড