• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের আমেজ

  আহেমদ ইউসুফ, কুবি প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২০, ১২:২৯
কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

দেশের ২৬তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ২০০৬ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার ১৪ বছরে ৮টি ব্যাচ গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। সমাবর্তন না পাওয়ার আক্ষেপ নিয়েই ক্যাম্পাস জীবনের ইতি টানছেন শিক্ষার্থীরা।

তবে এবার সেই আক্ষেপের অবসান হতে যাচ্ছে। শিক্ষার্থীদের প্রাণের দাবি পূরণ করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আয়োজিত হতে যাচ্ছে প্রথম সমাবর্তন। আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই সমাবর্তনের জন্য ইতোমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২ হাজার ৮৮৭ জন গ্র্যাজুয়েটের মধ্যে স্নাতক ডিগ্রিধারী ১ হাজার ২২২ জন এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ১ হাজার ৬৬৫ জনের অংশগ্রহণ পুরো ক্যাম্পাসে সমাবর্তন আমেজ ছড়াচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, সমাবর্তনের সব প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। ক্যাম্পাস সাজানো, মাঠ প্রস্তুতি থেকে শুরু করে সবকিছুই হচ্ছে।

বেশ কয়েকজন সাবেক শিক্ষার্থী তাদের অনুভূতির কথা জানান। এর মধ্যে আহসান হাবিব নামের এক সাবেক শিক্ষার্থী মিশ্র অনুভূতির কথা জানিয়ে বলেন, ‘যাত্রা শুরুর প্রায় ১৪ বছর পরে অনুষ্ঠিতব্য প্রথম সমাবর্তন নিয়ে আমার উচ্ছ্বাস ও আবেগের পারদ এখন তুঙ্গে। এতটা সময় পরে এসে প্রথম সমাবর্তন আয়োজনের সাহসী উদ্যোগের জন্য বর্তমান উপাচার্য মহোদয় ও প্রশাসন অবশ্যই সাধুবাদ পাবার যোগ্য।’

তিনি বলেন, ‘সব সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে অনেকেই ইতোমধ্যে রেজিস্ট্রেশন করেছে। সমাবর্তনকে কেন্দ্র করে সহপাঠী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জুনিয়র ভাই-বোনসহ সকলকে নিয়ে আনন্দের হাট বসবে লাল পাহাড়ের সবুজ ক্যাম্পাসে, এটাই হবে সমাবর্তনে সবচেয়ে বড় প্রাপ্তি।’

এ দিকে সমাবর্তন নিয়ে কথা বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী জানান, সমাবর্তন আয়োজনে প্রতিটি কাজ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পন্থায় এগিয়ে চলছে।

এ ক্ষেত্রে প্রথমবার আয়োজন করায় অনভিজ্ঞতার কথা জনিয়ে উপাচার্য বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির দপ্তর, ইউজিসি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখছি। সুন্দর ও সফলভাবে কর্মযজ্ঞ সম্পন্ন করাই আমাদের লক্ষ্য।’

আরও পড়ুন : ক্লাসে ফিরছেন ঢাবি শিক্ষক রুশাদ ফরিদী

গ্র্যাজুয়েটদের আহ্বান করে তিনি বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় হলো ফ্যাক্টরির মতো। সে প্রোডাক্ট সাপ্লাই করবে। এখানে প্রোডাক্ট হলো শিক্ষার্থীরা। তাদের শিক্ষার গুণগত মান যত ভালো হবে বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং ঠিক ততটাই উজ্জ্বল হবে। তাই গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন তাদের কর্মক্ষেত্রে তাদের এই ফ্যাক্টরিকে ব্র্যান্ডিং করতে পারে।’

উপাচার্য বলেন, ‘সর্বোপরি মহামান্য রাষ্ট্রপতি এই ক্যাম্পাসে প্রথমবারের মতো আসছে। আমাদের প্রত্যাশা সমাবর্তন অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ হবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড