• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষার্থীদের জন্য ফেন্সিং ট্রেনিং কর্মসূচির উদ্বোধন

  ক্যাম্পাস ডেস্ক

১৮ জানুয়ারি ২০২০, ১৫:১৭
ফেন্সিং ট্রেনিং
ফেন্সিং ট্রেনিং কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের জন্য ফেন্সিং ট্রেনিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ্।

প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, সুস্থ সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে সমাজ থেকে মাদক, জঙ্গিবাদের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব। এ সময় এই কর্মসূচির সাফল্য কামনা করে নিয়মিতভাবে এ ধরনের অনুষ্ঠান আয়োজনেরও আহ্বান জানান তিনি। প্রশিক্ষণ কর্মসূচিতে এপি, ফয়েল ও সেবার এই তিনটি ইভেন্টে বেরোবির বিভিন্ন বিভাগের ৪৮ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : শীতার্তদের পাশে ‘ইচ্ছা’

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. মাসুদ-উল-হাসানের সভাপতিত্বে ফেন্সিং ট্রেনিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পিএস টু ভিসি (উপরেজিস্ট্রার) মো আমিনুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের প্রশিক্ষক সোহেল রানাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ওডি/এসজেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড