• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুটেক্সে বেসিস সফট এক্সপো ক্যাম্পাস অ্যাক্টিভেশন অনুষ্ঠিত 

  বুটেক্স প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০২০, ১৭:৫৪
বুটেক্স
বেসিস সফট এক্সপো ক্যাম্পাস অ্যাক্টিভেশন (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বেসিস সফট এক্সপো-২০২০ উপলক্ষে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বুটেক্সের সেমিনার কক্ষে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ওপাস টেকনোলজি লিমিটেডের ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বেসিস স্টুডেন্টস ফোরামের কোঅরডিনেটর কাজী আশরাফ, বেসিস স্টুডেন্টস ফোরাম বুটেক্স চ্যাপ্টারের মেনটর বুটেক্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক খাইরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের আইসিটি খাতে ক্যারিয়ার, এ খাতের ভবিষ্যৎ, সফলতা এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আইসিটি খাতে ক্যারিয়ার গড়ার গুরুত্ব নিয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া আইসিটি খাতে সফল উদ্যোক্তাদের কাজকর্মের পরিধি নিয়েও আলোচনা করেন তারা।

সেমিনারের শেষে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আরও পড়ুন : গণ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

উল্লেখ্য, সমগ্র বাংলাদেশের ৩০০টির অধিক কোম্পানির সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বেসিস সফট-এক্সপো ২০২০। আগামী ৬-৯ ফেব্রুয়ারি বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানের মূল পর্ব। এতে সারা দেশের ৭০টি ক্যাম্পাসের ৩ হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড