• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুটেক্সের আজিজ হলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

  বুটেক্সে প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০২০, ০৮:৪০
খেলা
ব্যাডমিন্টন খেলা (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অন্তর্গত শহীদ আজিজ হলে উদ্বোধন হলো ‘বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২০’।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৯টায় ব্যাডমিন্টন খেলার মাধ্যমে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়।

উদ্বোধনী ম্যাচে পরস্পরের মুখোমুখি হয় ৪২তম ব্যাচের আসিফ ইবনে রউফ-আসিফুর রহমান জয় ও ৪৪তম ব্যাচের সৌরভ আহমেদ-হেমায়েত উল্লাহ পিয়াসের দল। এবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ক্রীড়া প্রতিযোগিতা দিয়ে শুরু হয়ে শেষ হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে। এতে অংশগ্রহণ করে আজিজ হলের ৪১তম ব্যাচ থেকে ৪৪তম ব্যাচের ছাত্ররা।

ছাত্রদের জন্য রয়েছে ব্যাডমিন্টন, দাবা ও ক্যারমসহ মোট ১০টি খেলা রয়েছে। একই সঙ্গে হলের বিভিন্ন কর্মচারীদের জন্য রয়েছে হাড়িভাঙ্গা ও ক্যারম প্রতিযোগিতা।

আরও পড়ুন : ৮ দিন যাবত নিখোঁজ বাকৃবির শিক্ষার্থী

আজিজ হলের ৪১তম ব্যাচের ছাত্রদের তত্ত্বাবধানে, ৪২তম ব্যাচের ছাত্রদের উদ্যোগে ও হল প্রাধ্যক্ষ জনাব শরিফ আহমেদের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এবারের ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ। এ আয়োজনে খুশি প্রকাশ করেছে হলের ছাত্ররা।

এ সময় উপস্থিত ছিলেন আজিজ হল শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুল হক স্বাধীন, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ও সাবেক শিক্ষার্থীরাসহ হলের বর্তমান ছাত্রবৃন্দ।

ওডি/এসজেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড