• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইইউবিএটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  আইইউবিএটি প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০২০, ১৮:৫৫
আইইউবিএটি
আইইউবিএটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হচ্ছে (ছবি : দৈনিক অধিকার)

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, কলেজ অব আর্টস অ্যান্ড সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল খায়ের, রেজিস্ট্রার অধ্যাপক মো. লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

উল্লেখ্য, ‘যোগ্যতা সম্পন্ন প্রত্যেক ব্যক্তির জন্য উচ্চ শিক্ষার নিশ্চয়তা প্রয়োজনে মেধাবী তবে অসচ্ছলদের অর্থায়ন’ প্রতিপাদ্যে ১৯৯১ সালে শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান দেশের সর্বপ্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন : জকসুর দাবিতে ছাত্র ফ্রন্টের মিছিল ও সমাবেশ

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রয়েছে মাসব্যাপী আয়োজন। আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান এবং প্রথম উপ উপাচার্য অধ্যাপক মাহমুদা খানমের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন, সেমিনার, ওয়ার্কশপ ল্যাব প্রদর্শনী, স্প্রিং সেমিস্টারে শিক্ষার্থীদের নবীন বরণের অনুষ্ঠান, ট্যালেন্ট হান্ট, জব ফেস্ট, অ্যালামনাই ডে, খেলাধুলার প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বেশ কিছু আয়োজন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড