• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা বিশ্ববিদ্যালয়

স্বপন মামার মেয়ের ধর্ষকের বিচার চেয়ে ঢাবিতে মানববন্ধন

  ঢাবি প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০২০, ১৬:৪৩
ধর্ষকের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ( ছবি : দৈনিক অধিকার)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিচিত মুখ স্বপন মামার মেয়ের ধর্ষকের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন করেন ঢাবি শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে বিকালে টিএসসির পায়রা চত্বরে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষার্থীরা।

ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচিত মুখ স্বপন মামা। তিনি পেশায় একজন চা বিক্রেতা। ২০১৮ সালের অক্টোবর মাসে গ্রামের এক বয়স্ক ব্যক্তির দ্বারা ধর্ষণের শিকার হয় স্বপন মামার প্রতিবন্ধী মেয়ে। এ ঘটনার তদন্ত করে ওই ব্যক্তিকে ধর্ষক হিসেবে চিহ্নিত করে পুলিশ। তবে আইনের অপব্যবহার করে সেই ধর্ষক জামিনে মুক্তি পেয়ে যায়। পরবর্তীতে স্বপন মামা এবং তার ছেলের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে মামলা দায়ের করে ওই ধর্ষক ব্যক্তি। তবে এটি নিতান্তই মিথ্যা মামলা বলে দাবি স্বপন মামার।

আরও পড়ুন : পবিপ্রবির ৭ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

এ দিকে, মামলা চালাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন চা বিক্রেতা স্বপন মামা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ফুঁসে ওঠে ঢাবি ক্যাম্পাস।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড