• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনের তারিখ পরিবর্তনে শিক্ষার্থীদের আমরণ অনশন

  ক্যাম্পাস ডেস্ক

১৬ জানুয়ারি ২০২০, ১৫:৪৫
আমরণ অনশন
অনশনরত শিক্ষার্থীরা (ছবি : সংগৃহীত)

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আমরণ অনশনে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্ধ শতাধিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ কর্মসূচি পালন শুরু হয়।

আগামী ৩০ জানুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার দিন সিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই তারিখ পরিবর্তনের দাবিতেই শিক্ষার্থীরা অনশন করেন।

অনশনরত শিক্ষার্থী জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।’

অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘পূজা করব, নাকি ভোট দেব; সংবিধানের ৪১ নম্বর অনুচ্ছেদের কি মূল্য নাই? হিন্দু মুসলিম ভাই ভাই নির্বাচনটা কি পূজার দিনেই তাই? ধর্ম আমার অধিকার, ভোট আমার অধিকার কোন দিকে যাই ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে।

অন্যদিকে সকাল থেকেই সরস্বতী পূজার দিন সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করেন— ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন, সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার, সদস্য তানভীর হাসান সৈকত, জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস, জিএস কাজল দাশসহ ছাত্রলীগের নেতারা। এ সময় বিভিন্ন হল সংসদের ভিপি, জিএস, এজিএসসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে এজিএস সাদ্দাম হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ। হাইকোর্টের ওপর বন্দুক রেখে নির্দেশ দিয়ে আমাদের গায়ে আগুন ঢেলে দেবেন না। আপনারা (ইসি) নিজে তার উদ্যোগ নেন, আমাদের হাইকোর্ট দেখাবেন না। আমাদের হাইকোর্ট দেখালে আপনাদের সুপ্রিম কোর্ট দেখিয়ে ছাড়ব।’

আরও পড়ুন : আবারও মাঠে নামবে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য

মানববন্ধনে আসিফ তালুকদার বলেন, ‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য আজ গোটা জাতি ঐক্যবদ্ধ। সে মুহূর্তে ইসির সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারি না। ছাত্রসমাজকে হাইকোর্টের ভয় দেখাবেন না, আমরা আপনাদের সিদ্ধান্তকে ভেঙে চুরমার করে দেব।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড