• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সারাদেশে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি আজ

  ক্যাম্পাস ডেস্ক

১৬ জানুয়ারি ২০২০, ১২:২০
ঢাকা বিশ্ববিদ্যালয়
শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান (ছবি : দৈনিক অধিকার)

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (বৃহস্পতিবার) সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।

সরস্বতী পূজার দিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল থেকেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করেন— ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন, সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার, সদস্য তানভীর হাসান সৈকত, জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস, জিএস কাজল দাশসহ ছাত্রলীগের নেতারা। এ সময় বিভিন্ন হল সংসদের ভিপি, জিএস, এজিএসসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে এজিএস সাদ্দাম হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ। হাইকোর্টের ওপর বন্দুক রেখে নির্দেশ দিয়ে আমাদের গায়ে আগুন ঢেলে দেবেন না। আপনারা (ইসি) নিজে তার উদ্যোগ নেন, আমাদের হাইকোর্ট দেখাবেন না। আমাদের হাইকোর্ট দেখালে আপনাদের সুপ্রিম কোর্ট দেখিয়ে ছাড়ব।’

মানববন্ধনে আসিফ তালুকদার বলেন, ‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য আজ গোটা জাতি ঐক্যবদ্ধ। সে মুহূর্তে ইসির সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারি না। ছাত্রসমাজকে হাইকোর্টের ভয় দেখাবেন না, আমরা আপনাদের সিদ্ধান্তকে ভেঙে চুরমার করে দেব।’

উৎপল বিশ্বাস বলেন, ‘আমরা নির্বাচন কমিশন বরাবর চিঠি দেওয়ার পরেও দাবি না মানার কারণ জানতে চাই। একই দিনে সার্বজনীন উৎসব সরস্বতী পূজা এবং নির্বাচন কখনো হতে পারে না। কারণ শিক্ষার্থীসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মাধ্যমে পূজা পালিত হয়।’

আরও পড়ুন : জবি প্রক্টরের পিএইচডি জালিয়াতির ঘটনায় পত্রিকায় আগুন

এ সময় শিক্ষার্থীরা বৈষম্যের নির্বাচন, মানি না মানব না; জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো আগুন জ্বালো; ৩০ তারিখ নির্বাচন, মানি না মানব না; তুমি কে আমি কে, বাঙালি বাঙালি; জেগেছেরে জেগেছে, ঢাবি জেগেছে; আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই; পূজার দিনের নির্বাচন, মানি না মানব না; ৩০ তারিখের নির্বাচন মানি না, মানব না বলে স্লোগান দেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড