• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

গণ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

  গবি প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২০, ২১:২৯
ক্যাম্পাস অ্যাক্টিভেশন
ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামে অতিথিরা (ছবি : দৈনিক অধিকার)

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বেসিস সফট এক্সপো-২০২০ উপলক্ষে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাডাই সফট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এবং প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা মো. সাকিব রব্বানী, বিশেষ অতিথি একই প্রতিষ্ঠানের অপারেশন্স অ্যান্ড ক্রিয়েটিভ বিভাগের ডিরেক্টর এইচ এন এম আশফাকুল ইসলাম, সিএসই বিভাগের প্রধান মো. করম নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. সাকিব রব্বানী বলেন, ‘এখন সময় পাল্টেছে। প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকতে হলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হবে। উন্নত ক্যারিয়ার গড়ার জন্য নতুন নতুন আইডিয়া তৈরি করতে হবে। ব্যতিক্রমধর্মী উদ্ভাবনের মাধ্যমে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে হবে।’

সিএসই বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী বৃষ্টি সাহার সঞ্চালনায় এ আয়োজনে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড