• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

উপাচার্যের সঙ্গে বাঁধনের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

  বুটেক্স প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২০, ১৫:১৯
বুটেক্স
উপাচার্যের সঙ্গে বাঁধন বুটেক্স শাখার সদস্যরা ( ছবি : দৈনিক অধিকার)

উপাচার্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শাখার নতুন কমিটির সদস্যরা।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেমের কার্যালয়ে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন- বাঁধন বুটেক্স শাখার সভাপতি অন্তর পাঠক, সহসভাপতি সরণী মণ্ডল, সাধারণ সম্পাদক ইমাম আহমেদ প্রমুখ।

এ সময় নতুন কমিটির সদস্যদের মিষ্টিমুখ করান বুটেক্স উপাচার্য এবং গেল বছরের চেয়ে আরও বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাঁধন বুটেক্স শাখা সদস্যদের প্রতি আহ্বান জানান।

উপাচার্যকে মিষ্টিমুখ করাচ্ছেন বাঁধনের সদস্যরা (ছবি : দৈনিক অধিকার)

বাঁধনের জোনাল প্রতিনিধি মিত্র তন্ময় বলেন, ‘আমরা গত বছর বিনামূল্যে ৫৩২ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় এবং ৬১২ ব্যাগ ব্লাড সংগ্রহ করার মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করছি।’

আরও পড়ুন : নোবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক আবুল হোসেন

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভাপতি অন্তর পাঠক জানান, আমরা আগামীতে নতুন ব্যাচের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করব। এছাড়া ইন্ডাস্ট্রিগুলোতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যাপারে আমদের পরিকল্পনা রয়েছে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড