• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধর্ষণের বিরুদ্ধে জবিতে ব্যতিক্রমী প্রতিবাদ

  ক্যাম্পাস ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, ১১:১৯
জবি
শিক্ষার্থীদের ব্যতিক্রমী প্রতিবাদ (ছবি : সংগৃহীত)

ধর্ষণের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসের ভাস্কর্য চত্বর ও কলাভবনে এই ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে একদল শিক্ষার্থী সম্মিলিত কণ্ঠে ফেমিনিস্ট এনথেম আবৃত্তি করে। তাদের দাবি, ধর্ষণের জন্য কোনোভাবেই নারী দায়ী নয়, দায়ী পুরুষতান্ত্রিক সমাজের নিকৃষ্ট মানসিকতা। এ সময় শিক্ষার্থীরা আড্ডা রেখে প্রতিবাদ স্থলে চলে আসে, কেউ কেউ মুঠোফোনে ভিডিও-ছবি নিতে ব্যস্ত হয়ে পড়ে।

প্রতিবাদের আয়োজকদের একজন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা মেঘলা। তিনি বলেন, ‘চিলিতে প্রথম ধর্ষণের বিরুদ্ধে ফেমিনিস্ট এনথেম প্রদর্শিত হয়। এরপর থেকে সারা বিশ্বেই এটি প্রদর্শিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা এটি প্রদর্শন করলাম। আসলে ধর্ষণের জন্য যে নারীরা নয়, ধর্ষক মানসিকতা দায়ী, এটা জানান দিতেই আমাদের এই আয়োজন।’

আরও পড়ুন : যানজটে ভোগান্তিতে ঢাবি শিক্ষার্থীরা

আরেক শিক্ষার্থী অরূপ রতন বলেন, ‘ধর্ষণসহ যে কোনো নিপীড়নের কারণগুলোর মধ্যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় প্রধান। এটি ধীরে ধীরে একটি নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হচ্ছে। এটি বন্ধ করতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া নিপীড়নের ঘটনাগুলোর প্রতিবাদ এবং সামাজিক সচেতনতা তৈরির জন্যই আমাদের এই আয়োজন।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড