• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুটেক্স বিজয় দিবস রচনা প্রতিযোগিতার ফল প্রকাশ

  বুটেক্স প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২০, ২১:৩৫
বুটেক্স
প্রতিযোগিতায় বিজয়ীরা (ছবি : সম্পাদিত)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত (বুটেক্স) 'স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে টেক্সটাইল সেক্টরের ভূমিকা' শীর্ষক রচনা প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিযোগিতায় ১ম ও ২য় স্থান অধিকার অর্জন করেছেন ৪৫তম ব্যাচের এস. এম. সাইফুল ইসালাম এবং মেহবুবা মুনির নোভা। এছাড়া ৩য় স্থান অধিকার অর্জন করেছেন ৪৪তম ব্যাচের প্রিয়াঙ্কা সরকার।

বিজয় দিবস-২০১৯ উপলক্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) গত বছরের ১৫ ডিসেম্বর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বুটেক্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. হোসনে আরা বেগমের তত্ত্বাবধানে ও বুটেক্স সাহিত্য সংসদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে।

আরও পড়ুন : আলোচনার আশ্বাস, মুক্ত হলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

জানা যায়, পুরস্কার হিসেবে বিজয়ীরা যথাক্রমে ৩০০০, ২০০০ ও ১০০০ টাকা করে পাবেন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড