• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবরুদ্ধ জাফরুল্লাহ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা (ভিডিও)

  গবি প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২০, ১৪:১৮
গণ বিশ্ববিদ্যালয়
অবরুদ্ধ জাফরুল্লাহ ও কর্মকর্তারা (ছবি : দৈনিক অধিকার)

শিক্ষার্থীদের দাবির মুখে অবরুদ্ধ হয়ে পড়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) প্রশাসনিক কর্মকর্তারা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্র সংসদের বার্ষিক সাধারণ বাজেট সংক্রান্ত সভায় আসেন তারা।

সভার শুরুতে শিক্ষার্থীরা তাদের নানাবিধ দাবি জানায়। শিক্ষার্থীদের দাবির এক পর্যায়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রয়োজনে গণ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে বলে জানান। এতে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এরপর বৈধ উপাচার্যের দাবিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সিনিয়র সহকারী রেজিস্ট্রার সহ প্রশাসনিক কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।

এ সময় শিক্ষার্থীরা জাফরুল্লাহ, জাফরুল্লাহ, মানি না, মানব না। জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো স্লোগান দিতে থাকে।

আরও পড়ুন : গাকসু নেতাদের সাধারণ সভা বর্জন, উত্তপ্ত ক্যাম্পাস

এ প্রতিবেদন করা পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী সহ গণ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে অবরুদ্ধ রয়েছেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড