• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাকসু নেতাদের সাধারণ সভা বর্জন, উত্তপ্ত ক্যাম্পাস

  গবি প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২০, ১৩:১৮
গণ বিশ্ববিদ্যালয়
গাকসু নেতাদের সভা বর্জন (ছবি : দৈনিক অধিকার)

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সভা বর্জন করেছেন গাকসুর নেতারা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ৪১৭ নম্বর কক্ষে আয়োজিত ছাত্র সংসদের মেয়াদ বৃদ্ধি ও বাজেট পাশ সংক্রান্ত বিষয়ক সাধারণ সভা শুরু হওয়ার আগে সকলের সামনে মঞ্চে উঠে নেতারা সভা বয়কট করেন।

এ সময় গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গাকসু) ভিপি মো. জুয়েল রানা বলেন, ‘যেখানে বৈধ উপাচার্য নেই, যেখানে বিবিএ ও ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীরা তাদের বৈধতা নিয়ে হুমকির মুখে, সেখানে আমি ছাত্র সংসদের বাজেট নিয়ে কী কথা বলব? যেখানে আমার অস্তিত্ব হুমকির মুখে সেখানে এই রঙ্গ তামাশা মানায় না। তাই আমরা আজকের সাধারণ সভা বর্জন করলাম।’

বয়কট বক্তব্যে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রলিফ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় সমস্যায় ওনারা আমাদের সঙ্গে বসতে পারেন না। কিন্তু আজ বাজেট নিয়ে বসতে আসতে পেরেছেন। আমরা সাধারণ ছাত্রদের স্বার্থ বাকি রেখে, তাদের সঙ্গে মিটিংয়ে বসতে পারি না। তাই এই সভা বর্জন করলাম।’

ছাত্র সংসদের সঙ্গে একাত্মতা পোষণ করে গণ বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র পরিষদের নেতা রনি আহমেদ ও ফারদিন রনি বলেন, ‘আমরা হাজার হাজার টাকা খরচ করে পড়াশোনা করছি। অথচ আমাদের বৈধ উপাচার্য নাই। আমাদের সমাবর্তন হয় না। আজ আমাদের অনেক বিভাগের শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে। কিন্তু এ নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। তারা আছেন বাজেট নিয়ে। ছাত্র সংসদের এই বাজেট প্রত্যাহার যৌক্তিক।’

আরও পড়ুন : শহীদ মিনারের পরিবর্তন চান জবি শিক্ষার্থীরা

ছাত্র সংসদের বয়কটের মুখে কোনো সমাধান ছাড়াই ছাত্র সংসদের মেয়াদ বৃদ্ধি ও বাজেট পাশ সংক্রান্ত সাধারণ সভা ভেঙে যায়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড