• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বহিষ্কার হতে যাচ্ছেন ঢাবির ৬৩ শিক্ষার্থী

  ক্যাম্পাস ডেস্ক

১৪ জানুয়ারি ২০২০, ১০:৪৮
ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরও ৬৩ শিক্ষার্থীকে বহিষ্কার করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশ্নফাঁস ও জালিয়াতির দায়ে তাদের বহিষ্কার করা হতে পারে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) শৃঙ্খলা পরিষদের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে। এই সিদ্ধান্ত কার্যকর হলে আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে ৭৮ এ।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস মামলায় ১২৫ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আসামিদের মধ্যে ৮৭ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এ ঘটনায় জড়িত ১৫ জনকে আগেই আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বাকিদের কারণ দর্শানোরে নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় আরও ৬৩ জনকে স্থায়ী বহিষ্কার করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন : প্রকাশ্যে ভিপির ওপর হামলাকারীরা, জানে না পুলিশ

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘প্রশ্নফাঁস ও জালিয়াতি নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে। আলোচনা শেষে যে সিদ্ধান্ত হবে সেটি সিন্ডিকেটে যাবে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড