• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাঠ বাণিজ্য বন্ধে ডাকসুর আবেদন

  ঢাবি প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২০, ২২:৪৩
ডাকসু
ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মাঠ ভাড়া বাণিজ্য বন্ধে উপাচার্যের কাছে আবেদন জানিয়েছেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা ৩ টার দিকে উপাচার্যের কার্যালয়ে লিখিত আবেদনের মাধ্যমে এ দাবি জানান তানভীর।

লিখিত আবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ভাড়া দেওয়ার কারণে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারছে না। মাঠ ভাড়া দেওয়ার কারণে বহিরাগতরাও বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করছে। ফলে শৃঙ্খলা ও নিরাপত্তার বিঘ্ন ঘটছে। তাই এই মাঠ বাণিজ্য বন্ধ করতে হবে।

লিখিত আবেদন হাতে পেয়ে সঙ্গে সঙ্গে মাঠ পরিচালককে ভাড়া বন্ধের নির্দেশ দিয়েছেন উপাচার্য। বিষয়টি আমলে নিয়ে জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মাঠগুলো বহিরাগতদের ভাড়া দেওয়া বন্ধের দাবিতে উপাচার্য বরাবর একটি চিঠি দিয়েছি। এর পরিপ্রেক্ষিতে উপাচার্য বিশ্ববিদ্যালয় মাঠগুলো ভাড়া দেওয়া বন্ধের ব্যবস্থা করবেন বলে নিশ্চিত করেছেন।’

ওডি/এমআরকে/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড