• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গণ বিশ্ববিদ্যালয়ে বাণী অর্চনা সংঘের নতুন কমিটি

  গবি প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২০, ২২:১৬
বাণী অর্চনা সংঘ
বাণী অর্চনা সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক (ছবি : সম্পাদিত)

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাণী অর্চনা সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তমাল ব্যানার্জী এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে ফার্মেসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী প্রসেনজিৎ পাঁলকে সভাপতি এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আশীষ কুমার সৌরভকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এক বছর মেয়াদী এই কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি অরজয়িতা, জগৎবন্ধু রায় ও মৃণাল দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক রায়, চন্দন রায় ও সজীব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক দিপু পাল, সহসাংগঠনিক সম্পাদক শিমুল সরকার ও সুস্মিতা বিশ্বাস, কোষাধ্যক্ষ সৌরভ রায়, সহকোষাধ্যক্ষ অনীক দাশ, সাংস্কৃতিক সম্পাদক রিপা পাল।

কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সদ্য বিদায়ী সভাপতি তমাল ব্যানার্জী।

আরও পড়ুন : গবিতে অগ্নিসেতুর নতুন কমিটি

উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ জানুয়ারি গবি সনাতন ধর্মাবলম্বীদের জন্য প্রথম সংগঠন হিসেবে বাণী অর্চনা সংঘ যাত্রা শুরু করে। সংগঠনটি প্রতি বছর বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজন সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড