• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

উপাচার্যের সঙ্গে গবিসাসের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

  গবি প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২০, ২২:০১
গবি
উপাচার্যের সঙ্গে গবিসাসের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ (ছবি : দৈনিক অধিকার)

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) নবগঠিত কমিটি।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপাচার্যের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে গবিসাস নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাৎ করেন।

নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ রনি খাঁ ও সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান মনির নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- গবিসাসের উপদেষ্টা ও সদ্য বিদায়ী সহসভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক অনিক আহমেদ, অর্থ সম্পাদক তানভীর আহম্মেদ, দপ্তর সম্পাদক মো. রাকিবুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আশিকুর রহমানসহ কমিটির অন্য সদস্যরা।

সাক্ষাৎকালে উপাচার্য গবিসাসের নতুন নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে গবিসাসের যে কোনো যৌক্তিক প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও প্রদান করেন।

আরও পড়ুন : গবিসাস সভাপতি রনি খাঁ, সম্পাদক রোকন

পরে গবিসাস নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্ত্তুজা আলী বাবুর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য,গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। রবিবার (১২ জানুয়ারি) গবিসাসের ৭ম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

ওডি/এমআরকে/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড